বিপন্ন হিমালয় – আর কত ধ্বংস হলে মানবে তুমি শেষে
প্রাক্কথনভারতবর্ষ-জুড়ে গণতন্ত্রের রথচক্র কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত ধাবমান। রাজনৈতিক দলের সেনাপতি থেকে সেনা প্রত্যেকেরই মুখে প্রতিশ্রুতির বন্যা। আর ভারতের আপামর জনগণ সেই প্রতিশ্রুতির আবর্তে প্রায় দিশেহারা। এমত পরিস্থিতিতে লাদাখ-এ পরিবেশ-যোদ্ধা…